
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৯১ বারে ১৩ লাখ ৩৪ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম কটন মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৮৮৯ বারে ১৮ লাখ ৩ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ৮৪৭ বারে ৬ লাখ ৪০ হাজার ৮১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৯.১৭ শতাংশ, মন্নু ফেব্রিক্সের ৯.১৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.০০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.৯২ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৬.৭২ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ ও দেশ গার্মেন্টসের ৮.২২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস