গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তরুণী’র মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-১৭ ০৯:৫৬:০৬

ঢাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই তরুণী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মোছাঃ তামান্না বেগম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় মোছাঃ রিয়া (২২) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিভির পর্যবেক্ষণে রয়েছেন। দু’জনই কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা।
নিহত তামান্না উপজেলার বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের কয়েছ মিয়ার একমাত্র মেয়ে। আর দগ্ধ রিয়া একই ইউনিয়নের মৃত আব্দুল করিমের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাসায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণী আগুনে দগ্ধ হন। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যান।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বরমচাল এলাকায় শোকের আবহ নেমে এসেছে। রিয়ার সুস্থতার জন্য পরিবার, স্বজন ও প্রতিবেশীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছেন বলে জানা গেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













