টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুইজন আটক, আদালতে প্রেরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-১৭ ০৯:৫৯:০৭

গাজীপুরের টঙ্গী থেকে একটি পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ফেনী জেলার পশুরাম উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিম (২৫) এবং রাজধানীর তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন) এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৩)। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এমটি মটরস অ্যান্ড টায়ার সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, রবিবার ভোর ৩টার দিকে টঙ্গী মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এমটি টায়ার সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে একজনের কাছ ধেতে হতে ১টি পেট্রোল বোমা এবং অপর জনের কাছ থেকে ১টি ৩৩০ এমএল মাম পানির বোতল ভর্তি পেট্রোল পাওয়া যায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তাদের সাথে অজ্ঞাত আরো অনেক দুষ্কৃতিকারী সঙ্ঘবদ্ধ হয়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য ওই এলাকায় অবস্থান করতেছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













