সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১৭ ১১:১৬:৫৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৯ টির, দর কমেছে ৩৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩১০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৭ লাখ টাকা।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













