দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১৭ ১৬:০৩:১৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক কমেছে। কোম্পানিটি ৫৫০ বারে ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০ বারে ৩ লাখ ২৮ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৯৪২ বারে ৭ লাখ ৩৬ হাজার ৬৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রানার অটোমোবাইলসের ৪.০০ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৯৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৭০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলসের ৩.৪১ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশের ২.৪৮ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ২.৪১ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের ২.০১ শতাংশ কমেছে।

 

 

এসকেএস