মার্জিন বিধিমালা নিয়ে শুনানি শেষ, রায় আগামীকাল
আপডেট: ২০২৫-১১-১৭ ১৮:৩৮:০০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) এ বিধিমালা নিয়ে রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বিনিয়োগকারীদের আইনজীবী কামাল হোসেন।
এর আগে গত ১২ নভেম্বর মার্জিন ঋণ বিধিমালার বিষয়ে রুল জারি করেন আদালত। গত ১০ ও ১১ নভেম্বর শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ আলোচিত এই রুল জারি করেন। রুলে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে, রুল জারি হলেও আইনটির কার্যকারিতা স্থগিত করেনি আদালত।
এর আগে গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালা মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি আরোপ করা হয়। এসএম ইকবাল হোসেনসহ কয়েকজন বিনিয়োগকারী আইনটি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













