জকসু নির্বাচনে ছাত্রদল-ছাত্রঅধিকারের যৌথ প্যানেল ঘোষণা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-১৭ ২১:০৩:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একজোট হয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
সম্মিলিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী একেএম রাকিব (২০১৭-২০১৮ সেশন), সাধারণ সম্পাদক প্রার্থী খাদিজাতুল কুবরা (২০১৯-২০২০ সেশন) ও সহ-সাধারণ সম্পাদক প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল (২০২১-২০২২ সেশন)।
এছাড়াও সম্পাদকীয় পদে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান ও পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব পদপ্রার্থী হিসেবে মননীত হয়েছেন।
সদস্য ৭ টি পদের মধ্যে পদপ্রার্থী হিসেবে ৬ জন মননীত হয়েছেন। তারা হলেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম, মো. আরিফুল ইসলাম আরিফ।
বাকি ১ জনের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













