কাল্পনিক ব্রিটিশ স্পাই জেমস বন্ডের স্রষ্টা হচ্ছেন ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং। ‘স্পেকটার শব্দের অর্থ অশরীরী হলেও জেমস বন্ড সিরিজের এবারের ছবিটি কোনো ভূতের ছবি নয়। একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষিপ্ত রূপ ‘স্পেকটার’ থেকেই নতুন ছবির নামকরণ। ছবিটির শুটিং হয়েছে লন্ডন, মেক্সিকো সিটি, রোম আর মরক্কোর এরফুদে। অস্ট্রিয়াতেও এর কিছু অংশ চিত্রায়িত হয়েছে।
কলাম্বিয়া পিকচার্স এবং মেট্রো গোল্ডউইন মেয়ার এর যৌথ প্রযোজনায় জেমস বন্ড সিরিজের অন্যতম ব্যয়বহুল এই ছবিটি নির্মাণে খরচ হয়েছে রেকর্ড প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। স্যাম মেনডেস পরিচালিত ‘স্পেকটার’ ছবিতে আরও অভিনয় করেছেন খ্রিস্টোফার ওয়াল্টজ, রাল্ফ ফিয়েনেসসহ আরও অনেকে। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। নানা বাধা বিপত্তি অতিক্রম করে জেমস বন্ড কিভাবে একটি অপরাধ চক্রের মুখোশ উন্মাচন করেন, তাই দেখা যাবে এবারের ছবিতে।
সানবিডি/ঢাকা/রাআ