দর বৃদ্ধির শীর্ষে এমএল ডাইং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-১৮ ১৬:০০:০৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩২৬ বারে ৬ লাখ ৮৫ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৪২৭ বারে ৬৯ হাজার ৯৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭১ বারে ১৮ লাখ৮২ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৭২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৬৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৮.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৮.০৯ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৮ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ এবং সোনালী পেপারের ৭.৭০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস