
সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে এক ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের লক্ষ্যে আজ মিরপুরে মাঠে নেমেছে স্বাগতিকরা। শেষ টেস্টটি আবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মাইলফলকও। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার মাইলফলক টেস্টটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
আজকের একাদশ: মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ
এনজে