শততম টেস্ট ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন মুশফিক
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২০ ০৯:৫৮:৪৫

মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের সময়টা এখন দারুণ কাটছে। শততম টেস্টে সেঞ্চুরি বলে কথা! একশ টেস্ট খেলা যখন ক্রিকেটাদের স্বপ্ন তখন তিনি কিনা শততম ম্যাচটা রাঙালেন সেঞ্চুরিতে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি।
শুধু দেশের নন, রিকি পন্টিংয়ের মতো তারকারও মুশফিক বন্দনায় মজেছেন। এবার যেন আরেকবার প্রশংসার দাবি রাখলেন উইকেটরক্ষক ব্যাটার।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে মুশফিকসহ এখন পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার মধ্যে ১১তম ব্যাটার হিসেবে তিন অংক স্পর্শ করার সুযোগ পেয়েছেন মুশি।
বিস্তারিত আসছে…
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












