উত্থানে শুরু পতনে শেষ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৫-১১-২৩ ১৪:৪৩:৩৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে  টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, দর কমেছে ২৩৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

ডিএসইতে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৮৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৫ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই .৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে।

সিএসইতে ১৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭ টির দর বেড়েছে, কমেছে ৬৫ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস