রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১১-২১ ১২:০৪:৩৬

রাজধানীর বংশালের কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার সকালে ভূমিকম্পের পর বংশাল কোশাইতলীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













