ক্ষমতায় টিকে থাকার নীল নকশায় সরকার: এরশাদ
আপডেট: ২০১৫-১০-২৬ ২১:৫৪:২৭
বর্তমান সরকার কিভাবে ক্ষমতায় টিকে থাকবে তার নীল নকশা তৈরির জন্যই নতুন করে আইন পাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, ‘হঠাৎ কি এমন প্রয়োজন হলো যে নতুন আইন পাশ ও পরিবর্তন করতে হবে। যে আইন জনগণের কোনো প্রয়োজনে আসবে না।’
এরশাদ বলেন, ‘নতুন আইনের মতোই নির্বাচন কমিশন পরিবর্তন করা হয়েছে। যার কারণে আজ দেশের কোথাও কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না।’
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশিদের কোনো নিরাপত্তা নেই। যে কারণে বিদেশিরা এই দেশে সতর্কতা জারি করেছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, দেশে প্রতিনিয়ত হত্যা, খুন, গুম ও নির্যাতনের ঘটনা ঘটছে। আজ ক্ষমতাসীনদের কাছে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। কিন্তু মানুষ হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না।
পুলিশ প্রশাসনের হাত-পা বাঁধা আছে এমন মন্তব্য করে এরশাদ বলেন, ‘আজ পুলিশ প্রশাসনকে রাখা হয়েছে ক্ষমতাসীনদের তাঁবেদারি করার জন্য। দেশের জনগণ এ থেকে রেহাই পেতে চায়। তারা পরিবর্তন চায়। জাতীয় পার্টিই একমাত্র পারে দেশ ও জনগণকে রক্ষা করতে।’ এ সময় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইলের ভাসানী হলে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়ার সদস্য ও টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম।
সানবিডি/ঢাকা/রাআ