সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২২ ০৮:৪৫:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫১ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.৯০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫০ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.১০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ন্যাশনাল ব্যাংকের  ৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪৬.৭৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪৬.৬৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৬.১৫ শতাংশ, নূরানী ডাইংয়ের ৪১.৬৭ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ৪০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস