দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২২ ০৮:৫২:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১৩.৪০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মতিন স্পিনিংয়ের ৫.৭৬ শতাংশ, স্কয়ার ফার্মার ৫.৬৮ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৬১ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৩.৯৫ শতাংশ, বাটা সু’র ৩.৬৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬১ শতাংশ এবং এসিআই লিমিটেডের ২.৪৯ শতাংশ দর কমেছে।

 

এসকেএস