আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক: গভর্নর

আপডেট: ২০২৫-১১-২২ ২১:৪৯:৪৯


দেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে ‘মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক। রেগুলেটরি ফেইলর, দুর্নীতি এবং দুঃশাসনের জন্য আর্থিকখাতের সুফল পাওয়া যায় না।

ড. আহসান এইচ মনসুর বলেন, ভালো করলে পুরস্কার এবং খারাপ করলে তিরস্কার করবে বাংলাদেশ ব্যাংক।

এ সময় তিনি আরও বলেন, আগামী দিনে টিকে থাকতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

বিএইচ