মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-২৪ ১৪:০৬:৩১

মেহেরপুরের গাংনী পৌর এলাকায় রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মনিরুজ্জামান মণি নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার ঘরের ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে মণিকে আটক করে সেনাবাহিনী গাংনী ক্যাম্পে নেওয়া হয়।
আটক মনিরুজ্জামান মণি গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক।
সেনাক্যাম্প সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনীর পশ্চিম মালসাদহ এলাকায় রবিবার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত যুবদল নেতা মণির বাড়িতে অভিযান চালানো হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে মনিরুজ্জামান মণিকে আটক করা হয়। উদ্ধার অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে সেনাবাহিনী একটি ওয়ানশুটার গানসহ মনিরুজ্জামান মণি নামে এক যুবদল নেতাকে গাংনী থানায় হস্তান্তর করে। পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













