সূচক ও লেনদেনের বড় উত্থান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৪ ১৪:৫১:২০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫৯ টির, দর কমেছে ২২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০ টির।
ডিএসইতে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫০ কোটি ৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৭ পয়েন্টে।
সিএসইতে ২১৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫ টির দর বেড়েছে, কমেছে ১৭ টির এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











