দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৪ ১৬:০৫:২৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯৭৭ বারে ৭১ লাখ ৫৯ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৫ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিমটেক্স শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯৯ বারে ৬৬ লাখ ৯ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ২২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কুইন সাউথের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩২৫ বারে ৫ লাখ ৮৮ হাজার ৩৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইনটেকের ৯.৮৪ শতাংশ, এআবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ, এস. আলম কোল্ডের ৯.৪৬ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৩৮ শতাংশ, এনআরবি ব্যাংকের ৯.৩৮ শতাংশ এবং মনোস্পুল বাংলাদেশের ৯.১৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












