রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সিটি করপোরেশনের দায়িত্ব নিতে আজ নগর ভবনে গেলেও নিজ কক্ষে প্রবশে করতে পারছেন না। তিনি আজ সকালে নগর ভবনে গিয়ে দেখেন তার কক্ষ তালা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজামুল আজিম ও নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিনও নগর ভবনে নেই।
জানা যায়, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে মেয়র আজ সকালে নগর ভবনে যান। আদালতের রায়ের পর রবিবার (০২ এপ্রিল) মেয়র পদে দায়িত্ব নেওয়ার কথা ছিলো। কিন্তু নিজ কক্ষে তালা থাকায় তিনি নগর ভবন সচিব খন্দকার মো. মাহবুবুর রহমানের কক্ষে অবস্থান নেন।
এ ব্যাপারে মেয়র বুলবুল বলেন, আমি সিটি করপোরেশনের বৈধ মেয়র। উচ্চ আদালতের লিভ টু আপিলের রায়ের পর আমার ক্ষমতা গ্রহণে কোনো বাধা নেই। এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয় থেকে নগর ভবনে পাঠানো হয়েছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত মেয়র ও নির্বাহী কর্মকর্তা ড. শরিফ উদ্দিন নগর ভবনে নেই।