গাজীপুরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-১১-২৫ ১২:৩৬:২২


গাজীপুরে হানিওয়েল পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) শ্রমিকরা সকালে কারখানা গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) কারখানার শ্রমিকেরা অযোক্তিক দাবী উত্থাপন করে অবৈধভাবে কারখানায় সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অভিযোগে কারখানা কর্তৃপক্ষ এ ঘোষনা দেন। হানিওয়েল পোশাক কারখানা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) বাঘিয়া এলাকায় অবস্থিত।

কারখানার প্রধান ফটকেঁ টানিয়ে দেওয়া হানিওয়েল পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত বন্ধের নোটিশে উল্লেখ করা হয় সোমবার (২৪ নভেম্বর) কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক কিছু অযোক্তিক দাবী উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার কারণে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানী কার্যক্রম ব্যাহত হওয়ার কারনে কর্তৃপক্ষ বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকবৃন্দদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এ ধরনের আচরন অবৈধ ধর্মঘটের শামিল এবং শ্রম আইন পরিপন্থি। কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করা হল। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। তবে, কারখানার নিরাপত্তা বিভাগ ও রক্ষনাবেক্ষন শাখার কর্মকর্তা-কর্মচারীরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানায় কারখানা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনছে তা সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। আমরা কারখানা অব্যন্তরে কোনো ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করিনি। তারা কারখানার পারেশই খোলা মাঠে অবস্থান নিয়ে পরবর্তী কার্যক্রম বিষয়ে মিটিং করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন) পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও  মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এনজে