স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি আস্তানায় যেসব বিস্ফোরক পাওয়া গেছে তা আমাদের দেশেই পাওয়া যায়।
রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক পুলিশ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতিজঙ্গি আস্তানায় যে বিস্ফোরক পাওয়া গেছে তা দেশেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখবে, জঙ্গিরা কীভাবে এগুলো সংগ্রহ করেছে।’
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্ত:দেশীয় অপরাধের পরিধি দিনদিন বাড়ছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান ও পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। এ জন্য সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশের ১০ জন এবং মালদ্বীপ, ভুটান, ভারত ও শ্রীলংকা থেকে দুই জন করে পুলিশ কর্মকর্তা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যা বের মহপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।