সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-২৬ ০৯:২৭:৪৪


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নামাজগড় গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো—সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭)। দুজনই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত রিয়া দাশ ওই গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে গোসলের উদ্দেশে প্রতিবেশীর পুকুরে যান রিয়ার কাকিমা ভারতী দাশ। তিনি শিশু দুটিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাঁদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পর মরদেহ সমাধি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এনজে