দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৬ ১৫:৫০:০৮

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১০৯ বারে ১৩ লাখ ৩০ হাজার ৫৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩০৮ বারে ৪৬ লাখ ৮৫ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমান ফিডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭১ বারে ১৩ লাখ ৬৫ হাজার ৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.০০ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৬৬ শতাংশ , ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, সামিট পাওয়ারের ৫.২৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৫.১৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












