আমলাতন্ত্র গত সরকারকে চৌর্যবৃত্তি করতে সমর্থন দিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১১-২৭ ১৮:১১:৪২

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমলাতন্ত্র গত সরকারকে চৌর্যবৃত্তি করার জন্য বড় ধরনের সমর্থন দিয়ে গেছে। সেখানে যদি দুই তিনটি মানুষের কথা বলতে হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হবেন অন্যতম অভিযুক্ত যিনি এই পুরো প্রক্রিয়ার ভেতরে ছিলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের আয়োজনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংককে উদ্দেশ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটার মত বড় অন্যায় আর কোন প্রতিষ্ঠানের হতে পারে না। যার জবাবদিহী, স্বচ্ছতা ইত্যাদি নিশ্চিত করার কথা ছিল, সেই অনিয়মের সহযোগীর ভূমিকা পালন করেছে।
পূর্বের খেলাপি ঋণের তথ্য প্রকাশ হওয়ার কথা তুলে ধরে ড. দেবপ্রিয় বলেন, ফরেনসিক অডিট হয়েছে। যেই খেলাপি ঋণগুলো লুকানো ছিল সেগুলো প্রকাশ পেয়েছে। যেখানে যেখানে সঞ্চিতির ঘাটতি ছিল বা প্রভিশন শর্টফল ছিল সেগুলি প্রকাশ পেয়েছে। এটা শুধু খেলাপি ঋণ বেড়েছে তা না, পুঁজির ঘাটতিও প্রকাশ পেয়েছে। একই রকমভাবে এই মুহূর্তে কত টাকা দিতে পারে বা দিতে পারে না তার সেই তারল্যর সংকটও প্রকাশ পেয়েছে। আসলে শরীরে যে এত রোগ ছিল এটাই তো অজানা ছিল।
বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোন ভালো কাজ প্রক্রিয়া অনুসরণ না করে করলেও তা গ্রহণযেগ্য নয়। মাত্র ১৩ দিনে বিশাল বিদেশি বিনিয়োগ আনার ঘোষণা- এটা বাস্তবসম্মত নয়। নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে এমন সিদ্ধান্ত স্বচ্ছতার ঘাটতি তৈরি করে।
তাঁর মতে, অংশীজনের অংশগ্রহণ ও স্বচ্ছতা ছাড়া বড় সিদ্ধান্ত টেকে না। আগের সরকারের সময় যেসব বৈষম্যমূলক চুক্তি হয়েছে, সেগুলোর স্বচ্ছতা না থাকায় মানুষের সন্দেহ আরও বেড়েছে।
শ্বেতপত্র প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, কত টাকা বিদেশে গেছে এটা অনুমান করা হয়েছে গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্টের পদ্ধতি ব্যবহার করে। সেইসাথে সংবাদপত্র এবং অন্যান্য ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্তের ভিত্তিতে পরিমিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।
সাবেক সচিব ও সরকারি ক্রয় সংক্রান্ত বিশেষজ্ঞ ও শিশুসাহিত্যিক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













