জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধি আপডেট: ২০২৫-১১-২৭ ২০:৫২:৪০


নারায়ণগঞ্জের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প জিনিয়াস ফাউন্ডেশন আয়োজিত জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে ফাউন্ডেশনের অফিসে আনুষ্ঠানিকভাবে  ফলাফল ঘোষণা করেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এসময় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফলের কপি পরিচালকের হাতে হস্তান্তর করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম।

এবারের বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ৫,৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে মোট ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই। জিনিয়াস ফাউন্ডেশন আশা করছে, এই বৃত্তি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ ও তাদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি করবে।

তিনি বলেন, যারা মেধাবী, কিন্তু আর্থ-সামাজিক কারণে পড়াশোনায় এগিয়ে নিতে পারেনা তাদের জন্য এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। পাশাপাশি সামাজিক সচেতনতা, স্বাস্থ্য-সুবিধা, ক্রীড়া ও চারিত্রিক উন্নয়নের দিক থেকেও সামগ্রিকভাবে সহায়তা করে থাকে জিনিয়াস ফাউন্ডেশন। শিক্ষার্থীর মেধা ও সংযমকে গুরুত্ব দিয়ে, ক্রীড়া, স্বাস্থ্য, ও নৈতিকতা সম্পন্ন সু নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করছি।

জিনিয়াস ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে রয়েছে

বৃত্তি প্রকল্প: প্রতি বছর ৩য় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন, এবং পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদেরকে এক বছরের জন্য বৃত্তি, সংবর্ধনা ও সনদ দেওয়া হয়।

শিক্ষা-দিকনির্দেশনা ও উন্নয়ন: শুধু পড়াশোনা নয়, মেধা, নৈতিকতা, চারিত্রিক গঠন এবং সামাজিক দায়িত্ববোধ গঠনে কাজ।

স্বাস্থ্য ও কল্যাণ প্রকল্প: বিনামূল্যে ব্লাড গ্রুপিং, মেডিকেল চেক-আপ, চক্ষু শিবির, রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম: পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, এবং অন্যান্য খেলাধুলার আয়োজন।

এএ