
সাতক্ষীরার শ্যামনগরে কেরোসিন খাওয়ার তিন দিন পর আঁখি সরকার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আঁখি উপজেলার রমজননগর ইউনিয়নের ভেটখালী (নতুন ঘেরী) গ্রামের বাবুরাম সরকারের মেয়ে।
প্রতিবেশী গোপাল সরকার জানান, গত সোমবার ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে অসাবধানতাবশত আঁখি কেরোসিন পান করে। বিষয়টি সে বাবা–মাকে জানালেও প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে হাসপাতালে আনা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাকির হোসেন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’শিশুটির বাবা জানিয়েছেন—আঁখির জন্মগতভাবে হার্টে সমস্যা ছিল।
এনজে