ক্ষমতায় এসে ‘নতুন শাসনের ইতিহাস’ গড়তে চায় জামায়াত

আপডেট: ২০২৫-১১-২৮ ১৫:৪২:০১


বহুল প্রতিক্ষীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আল্লাহভিরুতাকে ভিত্তি করে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি বিদেশি কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেকে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালিয়ে জামায়াতের জনপ্রিয়তা কমানো যাবে না। মানুষের মন থেকে জামায়াতকে মুছে ফেলা সম্ভব নয়।’

এ সময় দেশের যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘৩০০ আসনেই তরুণদের প্রার্থী করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণদের—তাদের হাতেই আমরা ন্যায়ের পতাকা তুলে দিয়েছি।’

‘কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেবে না জামায়াত’—এমন অভিযোগের জবাবে ডা. শফিকুর রহমান দাবি করে বলেন, ‘এটা সম্পূর্ণ অপপ্রচার। আমার নিজের প্রতিষ্ঠানে নারী–পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন। জামায়াত কখনোই নারীদের কর্মজীবনে বাধা দেয় না।’

অন্য ধর্মাবলম্বীদের অধিকারের প্রশ্নে জামায়াত আমির বলেন, ‘৫৪ বছরের ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো সম্পদ লুণ্ঠনের ঘটনা জামায়াতের নেই। রাষ্ট্র পরিচালনায় জোরজবরদস্তি নয়—ন্যায়, সমতা ও সাম্য প্রতিষ্ঠাই হবে জামায়াতের নীতি।’

পাশাপাশি, ভিন্ন ধর্মের মানুষকেও সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৭ আসনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি হওয়া এ সমাবেশে বক্তব্য দেন এ আসনে দলটির প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়—জামায়াত দেশ গঠন করবে সবাইকে সঙ্গে নিয়ে।’

পাশাপাশি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াতের এই এমপি প্রার্থী।

এনজে