ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৭৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৯ ০৯:৩২:২৭


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে ভয়াবহ বন্য ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪২ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বিষয়ে বিএনপিবির প্রধান সুহারিয়ানতো বলেন, পুরো উত্তর সুমাত্রা প্রদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪২ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি একক নামেই পরিচিত।

তিনি জানান, আরও ৩৫ জন মারা গেছেন আচেহ প্রদেশে এবং পশ্চিম সুমাত্রায় প্রাণহানি হয়েছে ২৩ জনের।

দেশজুড়ে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখনও জটিল হয়ে আছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

এনজে