আল্লাহকে নিয়ে কটুক্তি করায় আবুল সরকারের ফাঁসির দাবী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১১-২৯ ০৯:৪০:৩৫


আল্লাহ পাক কে নিয়ে জঘন্য কটূক্তিকারী হিসেবে পরিচিত বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবিতে এবং দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বানে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

শুক্রবার জুম্মার নামাজ শেষে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কয়েক শত মুসল্লি বিক্ষোভ মিছিলসহ চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে ইসলাম প্রিয় সচেতন তৌহিদী জনতা, মাগুরার উদ্যোগে ঐতিহ্যবাহী চৌরঙ্গী মোড় এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মীয় নেতারা সমাবেশে ক্ষোভ, উদ্বেগ এবং আইন প্রণয়নের দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হাবিবুর রহমান। তিনি বলেন, “আল্লাহ ও রাসুলকে (সা.) নিয়ে পরিহাস ইসলামবিরোধী নিকৃষ্ট অপরাধ। ইসলামী শরিয়াহ অনুযায়ী এ ধরনের অপরাধীর শাস্তি অত্যন্ত কঠোর। রাষ্ট্র যখন ধর্মীয় অনুভূতিকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তখন সমাজে নৈরাজ্য বাড়ে। তাই অবিলম্বে ব্লাসফেমি আইন প্রণয়ন করে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, সামাজিক স্থিতিশীলতার ওপরও বড় ধরনের হুমকি। সরকারের উচিত দ্রুত বিচার কার্যকর করা।”

ধর্মীয় সংগঠক গোলাম রসূল তার বক্তব্যে বলেন, “একজন ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে পার পেয়ে গেলে আগামীতে সমাজে আরও বড় অস্থিরতা সৃষ্টি হবে। প্রশাসনের উচিত বিষয়টি জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করা।”

সমাবেশে আরও বক্তারা বলেন, ইসলামবিরোধী কর্মকাণ্ড, সমকামিতা প্রচার, ধর্মীয় মূল্যবোধবিরোধী গান, নাটক ও সামাজিক মাধ্যমে কন্টেন্ট ইত্যাদি কঠোরভাবে দমন করা এখন সময়ের দাবি।

প্রতিবাদে উত্তাল চৌরঙ্গী মোড় এলাকায় কয়েক শত ধর্মপ্রাণ মানুষ “ব্লাসফেমি আইন চাই”, “আল্লাহকে নিয়ে কটূক্তির বিচার চাই”, “আবুলের ফাঁসি চাই” এ ধরনের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মানববন্ধনে উপস্থিত নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করলেও পরিষ্কারভাবে জানান, “আইন প্রণয়ন ও বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এনজে