সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৯ ১০:৪৯:০২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৭ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহাজিবাজার পাওয়ারের ১৬ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৪ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৫৩ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৬৭ লাখ টাকা, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ১১ কোটি ২২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ১৯ লাখ টাকা, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ কোটি ৮২ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











