সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-২৯ ১১:২৩:৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৭০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালসের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫০৮.০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট কমেছে ৭ দশমিক ২১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১০.৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মনোস্পুল পেপারের ৬.৮৭ শতাংশ, এনার্জিপ্যাকের ৬.২৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৪৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪.২২ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৩.২৭ শতাংশ এবং হাওয়েল টেক্সটাইলের ৩.০৭ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












