চার মাসের এক কন্যাশিশুর ভ্রূণ পত্রিকায় মোড়ানো অবস্থায় একটি ডাস্টবিনে পাওয়া গেছে ভারতের গুরগাওয়ে। দেশটির পুলিশ জানিয়েছে, ভ্রূণটি কোনো ক্লিনিকের মাধ্যমে অপসারণ করা হয়নি। এটি ঘরোয়া পদ্ধতিতে বের করে আনা হয়েছে।
ভারতের গুরগাও পুলিশ জানায়, সোমবার বিকেলে তাদের কাছে একটি অভিযোগ আসে। সেখানে জানানো হয়, পরিচ্ছন্নতাকর্মীরা ডাস্টবিনে একটি শিশুর লাশ পেয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রূণটি ময়নাতদন্তর জন্য ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেয়। গুরগাওয়ের যেই আবাসিক এলাকায় এই ভ্রূণটি পাওয়া যায় সেখানকার নিরাপত্তা কর্মকর্তা জানান, আমরা এখনো জানি না কে এখানে ভ্রূণটি ফেলে গেছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে। পুলিশও এই সিসিটিভি ফুটেজ পাওয়ার অপেক্ষায় আছে। তারা জানান, অ্যাবরশন প্রক্রিয়ার জন্য আদিম পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং সম্ভবত ডাক্তারের সহযোগিতা ছাড়াই এই কাজটি করা হয়েছে।