সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি খালিদ মাহমুদ খান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-৩০ ১৩:৫৯:১৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাউথইস্ট ব্যাংকে মো. খালিদ মাহমুদ খানকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২১ আগস্ট এমডি নিয়োগ করলেও বাংলাদেশ ব্যাংকের সম্মতি পাওয়ার পর গত ২৭ নভেম্বর নিয়োগ পেয়েছেন তিনি।
সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. – এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. – এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এই তিনটি গুরুত্বপূর্র্ণ শাখায়, শাখার ম্যানেজার হিসেবে সফলভাবে ১৩ বছর দায়িত্ব পালন করেন।
মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মো. খালিদ মাহমুদ খান কর্পোরেট, স্থানীয় কর্পোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা।
তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা তাকে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তুলেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













