দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১১-৩০ ১৫:৫৮:৩৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৫৫২ বারে ১২ লাখ ৩৬ হাজার ৯১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯১১ বারে ৬ লাখ ১ হাজার ৫৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ৯১৭ বারে ১ লাখ ১৭ হাজার ১৫৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –হাক্কানী পাল্পের ৫.১২ শতাংশ, সোনালী আঁশের ৪.১৯ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৪.০৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.২৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৯০ শতাংশ এবং বাংলাদেশ অটোকারসের ২.৮৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











