

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে আবেদনকারী চাকরি প্রত্যাশীরা। রোববার (৩০ নভেম্বর) আগারগাঁও এলাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসির) সামনে এ মানববন্ধন করেন চাকরি প্রত্যাশীরা।
মানববন্ধনে তারা বলেন, আরবি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী গত ১২ ই সেপ্টেম্বর পরীক্ষা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১১ই সেপ্টেম্বর ইউজিসি সেই পরীক্ষা নোটিশ জারির মাধ্যমে বন্ধ করে দেয়। কারণ হিসেবে জানানো হয়- বেনামে একটি অভিযোগপত্র ইউজিসির কাছে এই মর্মে দেয়া হয়েছে যে আরবি বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য হচ্ছে। যদিও আইনে বেনামের কোন অভিযোগপত্র গ্রহণ কিংবা তার আলোকে ব্যবস্থা নেয়ার কোন বিধান নেই। তারপরও মঞ্জুরী কমিশন রাষ্ট্রীয় সেই আইন অমান্য করে বেনামি অভিযোগ গ্রহণ করে এবং পরীক্ষা স্থগিত রাখার জন্য আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেয়।
মানববন্ধনে উপস্থিত চাকরি প্রত্যাশীরা জানান, যেখানে নিয়োগ পরীক্ষা পর্যন্ত হয়নি সেখানে নিয়োগ বাণিজ্য কীভাবে সম্ভব? মূলত নির্দিষ্ট একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আরবি বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এবং সুষ্ঠুভাবে যেন নিয়োগ না হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর সাথে ইউজিসির তানজিম আব্দুল্লাহও জড়িত রয়েছে বলে চাকরি প্রত্যাশীরা জানান। তারা বলেন বেনামি অভিযোগের আলোকে গ্রহণ করা ইউজিসি চাকরি পরীক্ষায় যে স্থগিতাদেশ দিয়েছে তা যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হয় তাহলে সকল চাকরি প্রত্যাশীরা ইউজিসি ঘেরাও কর্মসূচি দিবেন।
মানববন্ধন থেকে তারা ৭২ ঘন্টার আলমেটাম এবং তিন দফা দাবী জানান।
৩ দফা দাবী
এএ