

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মাসুদুল হাসানকে ৩০ নভেম্বর থেকে অবসর দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মো. ফিরোজ সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া (পশ্চিম) ইউনিয়নের কৃতী সন্তান।
ফিরোজ সরকার ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তারপর চাকরিরত অবস্থায় একই বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট (দুর্যোগ ব্যবস্থাপনা) দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে এমএস (মাস্টার্স অব সাইন্স) ডিগ্রি অর্জন করেন।
বিএইচ