জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকালেই এফডিসিতে এসে হাজির হন ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে মঞ্চেও উঠেছিলেন তিনি। কিন্তু মঞ্চের হযবরল অবস্থা দেখে রাগে-ক্ষোভে মঞ্চ থেকে নেমে যান ইলিয়াস কাঞ্চন।
এরপরেই তিনি এফডিসি থেকে বেরিয়ে যান। এফডিসির মহাপরিচালক তপন কুমার ঘোষ তাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি আর এফডিসিতে থাকেননি।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রাজ্জাক ভাইসহ আমি মঞ্চে দাঁড়িয়ে আছি, অথচ কে বা কারা আমাদের পেছনে সরিয়ে দিয়ে মন্ত্রীর পাশে দাঁড়াচ্ছিলেন। আমরা শিল্পী। আমাদের জন্যই এই চলচ্চিত্র দিবস অথচ আমাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে না, সেখানে আমি থাকতে পারি না।’
উল্লেখ্য সকাল ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় নায়করাজ রাজ্জাক, হাসান ইমাম, অমিত হাসান, সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।