চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-০১ ১১:৩০:১৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম টুটুল কান্তি ধর (৫০)। নামের নিহত টুটুল কান্তি উপজেলার হিঙ্গলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের মৃত দুলাল কান্তি ধরের ছেলে।
শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলার চিনকি আস্তানা রেল স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত টুটুল কান্তি ধরের জেঠাতো ভাই সুজন কান্তি ধর বলেন, আমার ভাই স্থানীয় বিএসআরএম ইস্পাত কারখানায় কাজ করতো। প্রতিদিন রেললাইন ধরেই তার যাতায়াত ছিল। আজও কাজ শেষে বাড়ি ফেরার পথে চিনকি আস্তানা স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়িতে টুটুল কান্তি ধরের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ সিদ্দিকী বলেন, মিরসরাই উপজেলার চিনকি আস্তানা রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোন ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













