আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-০১ ১৩:০০:১৩

হিমালয়ের নিকটবর্তী জেলা দিনাজপুরে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এবার খুব ধীরে কমছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব করছে এই জেলার মানুষ। দেখা মিলছে হালকা কুয়াশার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে। দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের আকাশে সূর্যের লুকোচুরি চোখে পড়েছে, নেমে আসছে কখনও রোদ, কখনও ছায়া।
আজ সোমবার দিনাজপুরের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, যা গতকাল রবিবার ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোপাজ্জল হোসেন বলেন, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা। কিন্তু এবার এখনও তেমন শীত নেই।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













