পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যক্ষণের জন্য তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আইজি প্রিজনকে তাকে হাজির করতে বলা হয়েছে।
সোমবার ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ঐশীর পক্ষে আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কোন স্বাভাবিক মানুষ তার পিতা-মাতাকে হত্যা করতে পারে না। তাই মৃত্যুদণ্ডের সাজা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তখন আদালত ঐশী বর্তমানে কোন কারাগারে আছে জানতে চান। আইনজীবী জানান, ঐশী কাশিমপুর কারাগারে আছেন। পরে আদালত ঐশীকে হাজিরের নির্দেশ দেন।
গত ১২ মার্চ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।