পঞ্চগড়ে ১১ ডিগ্রীতে নামল তাপমাত্রা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-১২-০২ ১০:৫৫:৪০


হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়ায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন জেলার খেটেখাওয়া মানুষেরা। ঠাণ্ডার কারণে তারা বাইরে বের হতে পারছেন না।

এদিকে তীব্র শীতের সঙ্গে চারদিক ঢেকে গেছে ঘন কুয়াশায়। এতে করে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তার আগের কয়েক দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। যদিও দিনে রোদ থাকে, কিন্তু ভোর ও সকালের ঠাণ্ডা বাতাস শীতের অনুভূতিকে আরো তীব্র করে তুলছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তেঁতুলিয়ায় প্রতিদিনই শীতের তীব্রতা আরো বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমে এসেছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

এনজে