
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৩ বারে ১৩ লাখ ৫২ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৬৬৬ বারে ২২ লাখ ১২ হাজার ৭১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৮৪৪ বারে ১৩ লাখ ৪৭ হাজার ৫৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লাভেলোর ৯.৭৭ শতাংশ, গোল্ডেন সনের ৯.৭১ শতাংশ, বিডি থাই ফুডের৯.৪৫ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৩২ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.০৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ডের ৭.৮৯ শতাংশ এবং রানার অটোমোবাইলসের ৬.৫৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস