গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভোর আল্টিমেট পাওয়ারহাউজ আইডিয়াপ্যাড প্রো ৫আই

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১২-০২ ১৫:৫৭:৫৭


তরুণ প্রজন্ম বা ক্রিয়েটরদের মনোযোগ কাড়তে আর অপেক্ষা নয়! প্রযুক্তি প্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো এক দুর্দান্ত সারপ্রাইজ— লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই (IdeaPad Pro 5i 83JK0020IN)। একে ল্যাপটপ বললে ভুল হবে, এটি আসলে এআই (AI) প্রযুক্তির এক বিস্ট, যা আপনার কাজের অভিজ্ঞতাকে রকেটের গতিতে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।

কেন এই ল্যাপটপটি ক্রিয়েটরদের জন্য সেরা

চমকপ্রদ ডিসপ্লে: এর ১৪ ইঞ্চির ২.৮কে ওলেড ডিসপ্লে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের কালার গ্রেডিংয়ের জন্য একদম নিখুঁত।

অবিশ্বাস্য পারফরম্যান্স: লেটেস্ট ইন্টেল অ্যারো লেক কোর আল্ট্রা ৯ (Intel Arrow Lake Core Ultra 9) প্রসেসর এবং ৩২ জিবি র‍্যামের সমন্বয়ে মাল্টিটাস্কিং হবে চোখের পলকে। সাথে ইন্টেল এআরসি ১৪০টি (Intel ARC 140T) জিপিইউ সফটওয়্যারগুলোকে অনায়াসেই পরিচালনা করতে সক্ষম।

যেকোনো পরিস্থিতিতেও অটুট: মিলিটারি গ্রেড (MIL-STD-810H) সার্টিফাইড হওয়ায় ভ্রমণপিপাসু ভ্লগার বা ডেভেলপাররা চরম আবহাওয়াতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

এছাড়াও থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ এর সুপার ফাস্ট ইন্টারনেট এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা। লুনা গ্রে কালারের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৫,০০০ টাকায়, সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর সকল ব্রাঞ্চ, অনুমোদিত ডিলার হাউজ অথবা তাদের ওয়েবসাইটে।

এএ