দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-০২ ১৬:০২:১৭

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬ বারে ২৬ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ১ লাখ ৩৭ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২১ বারে ৬ লাখ ৩২ হাজার ৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ১৪.৪৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৮.৭০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ এবং আমান কটন ফাইবার্সের ৬.৫৩ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











