ব্রাজিলের বিপক্ষে মেসি নেই, থাকছে না আগুয়েরাও

প্রকাশ: ২০১৫-১০-২৭ ১০:২৮:১৭


argentina_88357বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে (ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচ) মেসি-আগুয়েরাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। ইনজুরিতে পড়া এই দুই ফরোয়ার্ডকে ছাড়াই সোমবার দল ঘোষণা করেছেন কোচ জেরার্দো মার্টিনো।

আগামী দুই ম্যাচের জন্য ২৫ জনের দলে ডাক পেয়েছেন নাপোলির ফরোয়ার্ড গনজালো হিগুয়েন। কোপা আমেরিকার পর বাদ পড়েছিলেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার হয়ে খেলতে নেমে হাঁটুর চোটে এর আগেই সাত-থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান মেসি। আগুয়েরা ছিটকে যান ইকুয়েডরের ম্যাচ থেকে। জাতীয় দলসহ ক্লাবেরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারছেন না তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে এখন সাত নম্বরে আছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ১২ নভেম্বর খেলবে দলটি। পাঁচ দিন পর কলম্বিয়ায় খেলতে যাবে মার্টিনোর শিষ্যরা।

সানবিডি/ঢাকা/রাআ