
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯০ বারে ৭৪ লাখ ১৭ হাজার ৬৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৮ বারে ৩২ লাখ ৭৯ হাজার ৪৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ১৯৬ বারে ৩ লাখ ৮৭ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এম.এল ডাইংয়ের ৮.৪৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.৯৮ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৫.৩৬ শতাংশ, ড্রাগন সোয়টারের ৪.৬৫ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৪.১৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারসের ৩.৭৫ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩.১৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস