চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-১২-০৪ ১১:৩০:১২

চুয়াডাঙ্গায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। ফলে শরীরে ঠাণ্ডার অনুভূতি আরো তীব্রভাবে অনুভূত হয়েছে।
ভোর থেকেই উত্তর দিকের শীতল বাতাসে কুয়াশা ছড়িয়ে পড়ে চারদিকে।
এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দুপুরে রোদ উঠলেও শীতের দাপট কমেনি, বরং বাতাসে হিমেল স্পর্শে সেই শীত আরো বাড়তে থাকে।
আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিনের তাপমাত্রা আরো কমতে পারে, ফলে শীতের তীব্রতা বর্তমানের তুলনায় বাড়তে পারে।’
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













