আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করতে যাচ্ছে শিশু-কিশোরদের আবৃত্তি সংগঠন ঋদ্ধস্বর। এ উপলক্ষে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।
আবৃত্তি প্রযোজনা ‘পান্তাবুড়ি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের প্রাক্তন সভাপতি কাজী মিজানুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর-এ-সাত্তার কল্লোল এবং বি. আই. আই. টি বগুড়া এর প্রিন্সিপাল সাহাবুদ্দিন সৈকত। অনুষ্ঠানে সংগঠনটির শিশু-কিশোররা পান্তাবুড়ি ও শেয়ালের পাঠশালা নামের দুটো স্বতন্ত্র প্রযোজনাসহ আরও বেশ কয়েকটি শিশু কিশোরদের উপযোগী কবিতা আবৃত্তি করবে।
এছাড়া অনুষ্ঠানে দেশবরেণ্য আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি পরিবেশনা করবেন। আবৃত্তি প্রযোজনা দুটির নির্দেশনায় রয়েছেন দেশের অন্যতম আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী ও সংগঠক সারমিন ইসলাম জুঁই।
ঋদ্ধস্বরের প্রতিষ্ঠাতা সারমিন ইসলাম জুঁই বলেন, আবৃত্তি চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সুকুমারবৃত্তিকে জাগিয়ে তোলার লক্ষ্যে আমাদের পথচলা শুরু ২০১৩ সালে। শিশু-কিশোরদের আবৃত্তি চর্চার মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছে ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি।
সানবিডি/ঢাকা/এসএস